কাউনিয়ায় রংপুর-কৃুড়গ্রাম মহাসড়কে দুর্ঘটনায় আহত চারজন
প্রকাশ : 2021-09-06 19:43:13১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
1.jpg )
কাউনিয়া উপজেলার হলদী বাড়ী রেল গেইট এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে শ্যামলী পরিবহন নামে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে সোমবার মহিলা সহ ৪ জন যাত্রী গুরুত্বর আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে শ্যামলী পরিবহণ ঢাকা-মেট্রো-ব-১৪-৪২৮৫ নামে একটি যাত্রীবাহী বাস নারায়ণ গঞ্জ থেকে ছেড়ে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা অভিমুখে যাওয়ার পথে কাউনিয়া উপজেলার হলদী বাড়ী রেল গেইট এলাকায় পৌঁছিলে সোমবার সকালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে সামনের দিকটি দুমড়ে-মুচড়ে যায়। সামনে থাকা মহিলাসহ ৪ জন যাত্রী গুরুত্বর আহত হয়। আহতরা হলেন কাউনিয়া উপজেলার বিদ্যানন বুড়ীর হাট এলাকার মোজাহার আলীর পুত্র শমসের আলী (৩০) ও তার স্ত্রী শাকিলা আক্তার (২৫), নোয়াখালী জেলার সাতখিল মমিনপুর গ্রামের সামছুল হকের পুত্র মোহাম্মদ আলী (৩৯), নোয়াখালী লক্ষীপুরের বদর পুকুর গ্রামের ফজলুল হকের পুত্র রেজাউল করিম (২৬)। এদের কে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে।কাউনিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুমুর রহমান জানান বাস টি নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটালে ৪ জন আহত হয়।