কালকিনিতে জমি ক্রয় করে প্রতারণার শিকার স্বপন মন্ডল, সংবাদ সম্মেলন করে চাইলেন সুষ্ঠ বিচার

প্রকাশ : 2025-05-26 18:29:13১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

কালকিনিতে জমি ক্রয় করে প্রতারণার শিকার স্বপন মন্ডল, সংবাদ সম্মেলন করে চাইলেন সুষ্ঠ বিচার

মাদারীপুরের কালকিনি অর্থ আত্মসাৎ ও প্রতারনার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভুগী স্বপন মন্ডল (৪৬)। সোমবার (২৬ জুন ২০২৫) দুপুরে শহরের সুমন হোটেল এলাকায় একটি সাংবাদিক সংগঠন অফিসে প্রতারক তাপস মন্ডল(৩৬)সুমন মন্ডল(৩০)অমিত মন্ডল(২৮)সহ যারা এ প্রতারণার সাথে জড়িত তাদের বিচারের দাবিতে এ সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী স্বপন মন্ডল বলেন আমি গত ১১ ফেব্রুয়ারি ২০২৪ সালে মাারীপুরের কালকিনি উপজেলার ৩ নং ওয়ার্ডের জুড়গাও এলাকার তাপস মন্ডল,সুমন মন্ডল,অমিত মন্ডলদের কাছ থেকে ২০ লক্ষ টাকার বিনিময়ে ৯ শতাংশ জমি ক্রয় করি। এবং তারা আমাকে দলিল ছাড়া সেই জমি বুঝিয়ে দেয়। সেখানে আমি চারটি বসতঘর করে বসবাস করতেছি। এমন সময় স্বপন মন্ডল আমার প্রকৃত সম্পত্তি আমাকে দলিল না বুঝিয়ে না দিয়ে অন্যত্র বিক্রি করেছে। সে আমার সাথে সে প্রতারণা করেছে। এখন আমি তার কাছে জমি বুঝিয়ে দেওয়ার কথা বলতে গেলে সে আমার সাথে টালবাহানা করে। আমার কাছ থেকে জমি বিক্রির কথা বলে যে টাকা নেওয়া হয়েছে আমার সে ঘটনার সাক্ষীও রয়েছে। এ প্রতারণার ব্যপারটা যখন সামনে আসে আমি তখন ন্যায় বিচারের স্বার্থে মাদারীপুর বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৫ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছি। যার মধ্যে অন্য দুই আসামির নাম হলো কালাচান মন্ডল, ও পলাশ মন্ডল। আমাদের মত নিরীহ মানুষদের বিভিন্নভাবে তারা হয়রানি করে। টাকা দিয়ে জমি কিনে এখন আমি হয়রানির শিকার হচ্ছি। যার কারণে আপনাদের মাধ্যমে সরকার ও প্রশাসনের কাছে সঠিক বিচার দাবি করছি।এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অমৃত হাওলার, প্রবিন ভক্ত, বিশ্বনাথ মাঝি,পুনিল বিশ্বাস,এসহাক হাওলাদার প্রমুখ।