ছাত্রদল নেতা পারভেজ হত্যার প্রতিবাদে নন্দীগ্রামে ছাত্রদলের ঝটিকা মিছিল

প্রকাশ : 2025-04-21 13:36:51১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

ছাত্রদল নেতা পারভেজ হত্যার প্রতিবাদে নন্দীগ্রামে ছাত্রদলের ঝটিকা মিছিল

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদে বগুড়ার নন্দীগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঝটিকা মিছিল ও প্রতিবাদ সভা করেছে । 

রবিবার (২০ এপ্রিল)  বিকেলে উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে স্থানীয় বাসস্ট্যান্ড এলাকা থেকে এই মিছিল বের হয়। মিছিলটি নন্দীগ্রাম শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। 

এতে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক নূরনবী, ছাত্রদল নেতা নবীর শেখ, শাহীন শেহজাদ, সিজান আহম্মেদ, মেহেদী হাসান ও আল-আমিন প্রমুখ। সেসময় উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

প্রতিবাদ সভায় ছাত্রদল নেতারা বলেন, পারভেজ ছিলো ছাত্রদলের একজন সক্রিয় কর্মী ও মেধাবী শিক্ষার্থী। তার মতো একজন তরুণকে হত্যার দায় এড়াতে পারে না কেউ। আমরা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। 

উল্লেখ্য, গত শনিবার বিকেলে রাজধানীর বনানীতে ছুরিকাঘাতে খুন হন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ। তার বাড়ি ময়মনসিংহে।  


কা/আ