জনবহুল এলাকায় যুদ্ধ বিমান চলাচলে নিষেধাজ্ঞা চেয়ে রিট

প্রকাশ : 2025-07-22 12:38:20১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

জনবহুল এলাকায় যুদ্ধ বিমান চলাচলে নিষেধাজ্ঞা চেয়ে রিট

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়ে ছাত্র-ছাত্রীসহ বহু হতাহতের ঘটনায় কারণ অনুসন্ধানে বিচার বিভাগীয় তদন্ত কমিটি চেয়ে রিট দায়ের করা হয়েছে।

একই সঙ্গে ঢাকাসহ দেশের সব জনবহুল এলাকায় ত্রুটিপূর্ণ বিমান এবং যুদ্ধ বিমান উড্ডয়নের নিষেধাজ্ঞা প্রদানের নির্দেশনা চাওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুরের পর বিচারকাজ শুরু হলে এ রিট দায়ের করা হয়। 

 

সান