নন্দীগ্রাম থানার নবাগত অফিসার ইনচার্জের সাথে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ
প্রকাশ : 2025-05-19 10:44:08১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রাম থানার নবাগত অফিসার ইনচার্জ মোজাহারুল ইসলামের সাথে সাংবাদিকদের সৌজন্য অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ মে) রাত ৮টার দিকে নন্দীগ্রাম থানার নবাগত অফিসার ইনচার্জ মোজাহারুল ইসলামের সাথে তার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সেসময় উপস্থিত ছিলেন নন্দীগ্রাম প্রেস ক্লাবের সহসভাপতি মিনহাজুর রহমান হাবিব, একাব্বর হোসেন পুটু, সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান, দপ্তর সম্পাদক অদ্বৈত কুমার আকাশ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাব্বির হোসেন, নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আখতার হোসেন দুলাল, দপ্তর সম্পাদক আব্দুল হাকিম, কার্যনির্বাহী সদস্য মামুন আহমেদ ও সাইফুল ইসলাম তোতা প্রমুখ। সৌজন্য সাক্ষাৎকালে সাংবাদিকবৃন্দ নন্দীগ্রাম উপজেলায় অপরাধ দমনে ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতিতে সহযোগীতার আশ্বাস প্রদান করেন।
নন্দীগ্রাম থানার নবাগত অফিসার ইনচার্জ মোজাহারুল ইসলাম সাংবাদিকদের আন্তরিকতা ও উপস্থিতির জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, নন্দীগ্রাম উপজেলায় অপরাধ দমনে ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতিসহ শান্তি বজায় রাখতে পুলিশের সাথে সাংবাদিকদের সহযোগীতামূলক সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কা/আ