পঞ্চগড়ে পাওনা টাকা চাইতে গিয়ে নিহতের ঘটনায় র্যাবের হাতে প্রধান আসামী গ্রেফতার
প্রকাশ : 2025-03-08 13:08:33১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক

পঞ্চগড় সদর উপজেলার মাগুড়া ইউনিয়নে পাওনা টাকা চাইতে গিয়ে মারপিটের শিকার হয়ে এক যুবকের মৃত্যুর ঘটনায় এজাহারভূক্ত পলাতক এক আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে র্যাব। গ্রেফতারকৃত জিসান ইসলাম ওরফে রহমতকে পঞ্চগড় সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। শনিবার [৮ মার্চ)বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক [মিডিয়া) ফ্লাইট লে. সাইফুল্লাহ নাঈম। এদিকে জানা যায় বৃহস্পতিবার [৬ মার্চ) রাত সাড়ে ১১টায় র্যাব -১৩ ও র্যাব-৪ এর যৌথ টিম ঢাকার সাভার থানার ঝাউচড় বাজার এলাকায় সিদ্দিক মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
পুলিশ ও মামলার সূত্র জানায় ১৯ ফেব্রয়ারী রবিউল ইসলাম রবি নামে এক যুবক তার পাওনা ছয়শত টাকা ফেরত নিতে গেলে মাগুড়া ইউনিয়নের নয়নীবুরুজ উচ্চ বিদ্যালয়ের সামনে ঝলইহাট-কালিয়াগঞ্জ সড়কে জিসানসহ কয়েকজন মিলে তাকে বেধড়ক মারপিট করে। একপর্যায়ে তার বাম চোখে ইট দিয়ে আঘাত করা হয় এবং শ্বাসরোধের চেষ্টাও করা হয়। গুরুত্বর আহত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় আক্রমনকারিরা। ঘটনার পর প্রথমে তার নিজ বাড়িতে পাঠানো হলে তার অবস্থার অবনতি ঘটলে তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন তার অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরের জন্য রওনা হয়। কিন্তু পথিমধ্যে দেবীগঞ্জ পৌঁছালে রবিউল আরও অসুস্থ হয়ে পড়ে এবং দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এরপর রবির মামা জয়নাল ইসলাম বাদী হয়ে জিসান ইসলাম ওরফে রহমতকে প্রধান আসামী করে ৫ জনের নাম উল্লেখ করে পঞ্চগড় সদর থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে আসামীরা গা ঢাকা দেয়।