পররাষ্ট্রসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রকাশ : 2025-05-19 12:10:13১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক

পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
রোববার (১৮ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রসচিবের দপ্তরে এই সাক্ষাৎ হওয়ার তথ্য জানায় ঢাকাস্থ চীনা দূতাবাস। তবে এ বিষয়ে কোনো বার্তা এখনো শেয়ার করেনি পররাষ্ট্র মন্ত্রণালয়।
চীনা দূতাবাস জানায়, ১৮মে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। উভয়পক্ষ চীন-ব্যাংলাদেশ সম্পর্ক এবং সাধারণ উদ্বেগের অন্যান্য বিষয়গুলো নিয়ে তাদের মতামত শেয়ার করেন।
সা/ই