বাড়ছে তাপমাত্রা সাথেই আগামী সপ্তাহে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

প্রকাশ : 2025-05-08 12:47:00১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

বাড়ছে তাপমাত্রা সাথেই আগামী সপ্তাহে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

দেশজুড়ে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে শুরু করেছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (৮ মে) প্রকাশিত এক পূর্বাভাসে জানানো হয়, আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও ১-২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, বর্তমানে সিরাজগঞ্জসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আরও বিস্তার লাভ করতে পারে।

অঞ্চলভিত্তিক পূর্বাভাস:

  • সিলেট বিভাগ: দু-একটি স্থানে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

  • অন্যান্য বিভাগ: আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

দিনভিত্তিক আবহাওয়ার পূর্বাভাস:

শুক্রবার ,৯ মে :
সারাদেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকবে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তাপপ্রবাহ অব্যাহত থাকবে।

শনিবার, ১০ মে :
আবহাওয়া থাকবে প্রধানত শুষ্ক। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তাপপ্রবাহ চলমান থাকবে।

রোববার, ১১ মে :
রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা সামান্য কমতে পারে।

সোমবার, ১২ মে :
ঢাকা, ময়মনসিংহ ও সিলেটের কিছু এলাকায় এবং রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে। তাপপ্রবাহে প্রশমন ঘটতে পারে।

পরবর্তী পাঁচ দিনের পূর্বাভাস :

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিন দেশে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। এতে তাপমাত্রা কিছুটা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।

 

সা/ই