মধ্যরাতে দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
প্রকাশ : 2025-05-08 11:04:06১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের প্রায় নয় মাস পর দেশ ত্যাগ করেছেন সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। চিকিৎসার উদ্দেশে তিনি থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ব্যাংককের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
বিমানবন্দর সূত্র জানায়, বুধবার (৭ মে) দিবাগত রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের টিজি ৩৪০ নম্বর ফ্লাইটে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করেন। রাত ১১টার দিকে তিনি বিমানবন্দরে পৌঁছান এবং ইমিগ্রেশনে সব প্রক্রিয়া সম্পন্ন করার পর তাকে দেশ ত্যাগের অনুমতি দেওয়া হয়।
বৃহস্পতিবার (৮ মে) সকালে বিমানবন্দর ইমিগ্রেশন বিভাগের এক কর্মকর্তা জানান, আবদুল হামিদ শারীরিকভাবে অসুস্থ ছিলেন এবং তিনি চিকিৎসার জন্যই বিদেশে গেছেন।
তবে সাবেক এই রাষ্ট্রপতির বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের হয়েছে বলে জানা গেছে। ২০২৫ সালের ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় দায়ের হওয়া মামলাটিতে শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল এবং ওবায়দুল কাদেরের নামও রয়েছে।
এই বিষয়ে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) এক কর্মকর্তা বলেন, আমরা তাঁর বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানা বা আদালতের দেশত্যাগে নিষেধাজ্ঞার নির্দেশনা পাইনি। সংবিধানের ৩৪ ও ১০২ ধারা অনুযায়ী, কোনো বাংলাদেশি নাগরিকের চলাফেরায় বাধা দেওয়া যায় না যদি না আদালতের নির্দেশনা থাকে।
এর আগে কিশোরগঞ্জ জেলায় আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে প্রায় অর্ধশত মামলা হলেও, সেগুলোর কোনোটিতে আবদুল হামিদকে আসামি করা হয়নি। তবে ১৪ জানুয়ারির মামলাটি তার বিরুদ্ধে প্রথম সরাসরি অভিযোগ।
সা/ই