মাদারগঞ্জে বিএনপি নেতার জোরপূর্বক বসতবাড়ি দখলের অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন

প্রকাশ : 2025-05-19 17:59:20১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মাদারগঞ্জে বিএনপি নেতার জোরপূর্বক বসতবাড়ি দখলের অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন

জামালপুরের মাদারগঞ্জের ৩নং গুণারীতলা ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক সাইফুল ও তার সহোদর ভাই ইসমাইলের বিরুদ্ধে বসতবাড়িতে হামলা,লুটপাট, মারধোর ও প্রাণ নাশের হুমকীর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।আজ সোমবার (১৯ মে) দুপুরে গুনারিতলা পশ্চিম পাড়া মসজিম মোড় মানববন্ধন ও বিক্ষোভ করেন ভুক্তভোগী এলাকাবাসী।

 মানববন্ধনে বক্তব্য রাখনে, ভুক্তভোগী বাদল প্রামানিক, চামেলী বেগম, মুক্তা বেগম ও হাফেজ রাসেল মিয়া। ভুক্তভোগী বাদল প্রামানিক অভিযোগ করে বলেন, দীর্ঘদিন যাবত আমরা আমাদের পৈতৃক ২০ শতাংশ সম্পত্তিতে বসবাস করে আসছি। গত শুক্রবার স্থানীয় ভূমিদস্যু বিএনপি নেতা সাইফুল ও ইসমাইল এর নেতৃত্বে ১০/১৫ জনের একদল সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ভোর রাতে এসে বসতবাড়িতে অতর্কিত হামলা চালায়। আধাপাকা দুটি ঘর, রান্না ঘর ভেকু দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দেয়। ঘরে থাকা মালামাল, স্বর্ণালংকার ও নগদ ৪ লাখ টাকা লুট করে নিয়ে যায় ভূমিদস্যুরা। এরপর মারধোর করে বাড়ি থেকে বের করে দেয়। 

ভুক্তভোগী চামেলী বেগম বলেন, আমরা অনেক কষ্ট করে গার্মেন্টসে চাকরী করে বাড়ি করেছিলাম৷ ভোররাতে আমাদের উপর শারীরিক নির্যাতন করেছে। আমার সব নিয়ে গিয়েছে সন্ত্রাসীরা। আমরা ঝড়বৃষ্টির দিনে সন্তানসহ খোলা আকাশের নিচে দিনাতিপাত করছি৷ এসময় ভুক্তভোগী এলাকাবাসীরা গুণারীতলা ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক সাইফুল ও তার সহোদর ভাই ইসমাইলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।