মুন্সীগঞ্জে ৪৩ লক্ষ টাকার জাটকা আটক

প্রকাশ : 2025-12-17 17:56:39১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মুন্সীগঞ্জে ৪৩ লক্ষ টাকার জাটকা আটক

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর বাউশিয়া এলাকা থেকে প্রায় ৪৩ লক্ষ ৫ হাজার টাকা মূল্যের ৬ হাজার ১৫০ কেজি জাটকা জব্দ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার  (১৭ ডিসেম্বর) সকাল ৬ টায় কোস্ট গার্ড স্টেশন গজারিয়া কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। 

সন্দেহজনক ১টি ট্রাক তল্লাশি করে প্রায় ৪৩ লক্ষ ৫ হাজার টাকা মূল্যের ৬ হাজার ১৫০ কেজি জাটকা জব্দ করা হয়। এসময় ট্রাক চালক ও হেল্পারের মুচলেকা নিয়ে ট্রাক ছেড়ে দেওয়া হয়।

পরে জব্দকৃত জাটকা গজারিয়া উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় মাদ্রাসা ও গরীব দুস্থদের মাঝে বিতরণ করা হয়।