মেলান্দহে অগ্নিকান্ডে বৃদ্ধার মৃত্যু
প্রকাশ : 2025-05-15 19:22:02১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক

জামালপুর জেলার মেলান্দহ উপজেলায় অগ্নিকান্ডে অজুফা(৯০) নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে পৌরসভার নাথপাড়া এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাতে অজুফা ঘরের দরজা বন্ধ করে তার ছাপড়া ঘরে ঘুমিয়ে ছিলেন। ভোর ৪টার দিকে হঠাৎ করেই তার ঘরে আগুন লাগে। এতে তার ঘরটি সম্পূর্ণ ভস্মিভূত হয়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এসময় ঘরের ভেতরে অজুফার পুড়ে যাওয়া মৃতদেহটি উদ্ধার করা হয়। ধারনা করা হচ্ছে ঘরে জ্বালানো কুপিবাতি থেকে আগুন লাগতে পারে।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শফিকুল ইসলাম সম্রাট অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।