মেহেরপুরে বিভিন্ন শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা চেক বিতরণ
প্রকাশ : 2021-09-25 15:30:55১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মেহেরপুর জেলার শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে বিপ্লবী সংগঠন মেহেরপুরের আয়োজনে মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়ন, মেহেরপুর জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন, ইমারত নির্মাণকারী শ্রমিক ইউনিয়ন, ইট ভাঙ্গা মালিক সমিতি, ইজিবাইক মালিক-চালক সমিতির নেতৃবৃন্দের সাথে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় ইট ভাঙ্গা মালিক সমিতির সভাপতি বুরহানুল আজিম রিয়াদের উদ্যোগে মেহেরপুর জেলা ইট ভাঙ্গা মালিক সমিতির প্রধান উপদেষ্টা মৃত আবু সাইদের ছেলে মোঃ সাফায়েত এর হাতে ৮০ হাজার টাকার চেক তুলে দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। জানা গেছে, সমিতির প্রধান উপদেষ্টা আবু সাইদ গত ঈদুল আজহার দিন হৃদরোগে আক্রান্ত হয়ে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঈদের পরেরদিন মৃত হয়। তার এ মৃত্যুতে ক্ষতিগ্রস্থ পরিবারের হাতে সমিতির পক্ষ থেকে এ চেক প্রদান করা হয়।
মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন এমপি। মেহেরপুর শহর সমাজসেবা সমন্বয় পরিষদের সহ-সভাপতি রাহিনুজ্জামান পলেনের সঞ্চালনায় মত বিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এ্যাডঃ ইব্রাহিম শাহীন, মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক, মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিউর রহমান, জেলা ট্রাক ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন বাবু, সদর উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি বুরহানুল আজিম রিয়াদ, সদর উপজেলা ইমারত নির্মাণকারী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনি, মেহেরপুর জেলা ইজিবাইক মালিক সমিতির সাধারণ সম্পাদক মফিজুর রহমান মিন্টু প্রমুখ। মতবিনিময় সভায় মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়ন, মেহেরপুর জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন, ইট ভাঙ্গা মালিক সমিতি, ইজিবাইক মালিক- চালক সমিতির নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।