শাকিব খানকে ‘মেগাস্টার’ বলায় আপত্তি জাহিদ হাসানের!

প্রকাশ : 2025-07-01 16:19:08১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

শাকিব খানকে ‘মেগাস্টার’ বলায় আপত্তি জাহিদ হাসানের!


শাকিব খান একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়ে হয়ে উঠেছেন দর্শকের ভরসার নাম। সাম্প্রতিক সময়ে তাঁর নামের আগে যুক্ত হয়েছে এক বিশেষ অভিধা—‘মেগাস্টার’। প্রযোজক-পরিচালক থেকে শুরু করে অনেকেই এই ট্যাগেই সম্বোধন করছেন শাকিবকে।

কিন্তু এই ‘মেগাস্টার’ শব্দটি নিয়েই আপত্তি তুলেছেন খ্যাতিমান অভিনেতা জাহিদ হাসান। এক লাইভ টক শোতে স্পষ্ট করে বলেন, ‘এই শব্দটা কানে লাগে।’ তিনি মনে করেন, একজন অভিনেতার আগে এমন বিশেষণ জুড়ে দেওয়া হয়তো ব্যক্তিকে বড় করে তোলে, কিন্তু ইন্ডাস্ট্রির বাকিদের ছোট করে দেয়।

ঈদের সিনেমার বাজারে এবারও আলোচনায় শাকিব খানের ‘তাণ্ডব’, তবে চমক হয়ে উঠেছে জাহিদ হাসান অভিনীত ‘উৎসব’। মুক্তির পর থেকে সিনেমাটি শুধু টিকে থাকেইনি, বরং চতুর্থ সপ্তাহে এসে আয় ও প্রদর্শনীর দিক থেকে পিছনে ফেলেছে ‘তাণ্ডব’কে।

জাহিদ হাসান বলেন, “তাণ্ডবকে আলাদা করে দেখা হয় শুধু শাকিব খানের কারণে। তাঁকে ‘চিত্রনায়ক’ নয়, বলা হয় ‘মেগাস্টার শাকিব খান’। অন্য সবাই থাকে ছায়ায়। আমি জানি না এটা ওঁর জন্য ভালো হচ্ছে কিনা, কিন্তু শব্দটা আমার কানে লাগে।”

‘তাণ্ডব’ বড় পরিসরে মুক্তি পেলেও দ্বিতীয় সপ্তাহেই অনেক হলে তার প্রদর্শনী বন্ধ হয়ে যায়। এ নিয়ে জাহিদ হাসান বলেন, “শেক্‌সপিয়ারের একটা কথা আছে, ‘হওয়াটা বড় কথা না, হয়ে থাকাটা বড় কথা।’ একগাদা হল পেলে কি হবে, সেটা ধরে রাখতে না পারলে তো অপমানজনক। আমাদের বিনয়ী হওয়া উচিত।”

তবে সমালোচনার মাঝেও জাহিদ হাসান চান, ঈদের সব সিনেমাই ভালো চলুক। তাঁর কথায়, “তাণ্ডব, উৎসব, ইনসাফ, নীলচক্র—সব সিনেমাই তো আমাদের। সব সিনেমা যদি চলে, দর্শক হলমুখী হবে। আমি মন থেকে চাই, সবাই দেখুক সব সিনেমা।”

কা/আ