শিবগঞ্জে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

প্রকাশ : 2021-08-02 14:58:57১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

শিবগঞ্জে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলায় ১৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছ শিবগঞ্জ থানা পুলিশ।

১ আগষ্ট(রোববার) বিকাল সোয়া ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার মোকামতলার জয়পুর মোড় নামক স্থানে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন- জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার মাতপুর গ্রামের মোঃ জালাল উদ্দিন এর ছেলে মোঃ মোরশেদ আলম(৩০) এবং একই এলাকার মৃত আব্দুল হোসেন এর ছেলে সাজেদুর রহমান সাজু (৩০)।

থানা পুলিশ সূত্রে যানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মোকামতলা জয়পুর মোড়ে অভিযান চালিয়ে ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তাদের দেহ তল্লাশী করে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সিরাজুল ইসলাম এর নিকট বিষয়টি জানতে চাইলে তিনি জানান, মোরশেদ ও সাজেদুর নামে দুই মাদক কারবসরিকে আটক করে থানায় আনা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে তারা দুই জন মাদক কারবারি। আগে থেকে তারা ইয়াবা বেচাকেনা করছে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মামলা দায়ের করে জেলহাজুতে প্রেরণ করা হয়েছে।