শ্রীনগরে বিয়ের আয়োজন বন্ধ, ১০ মামলা ভ্রাম্যমাণ আদালতের
প্রকাশ : 2021-07-02 20:17:38১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক

মুন্সীগঞ্জের শ্রীনগরের পাটাভোগ ইউনিয়নে জনসমাগম করে বিয়ে ও খাবারের আয়োজন বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহি অফিসার ও শ্রীনগর থানার ওসিসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাৎক্ষণিকভাবে জনসমাগম করে খাবার আয়োজনের প্রস্তুতি বন্ধ করে দেন।
অন্যদিকে নির্বাহি ম্যাজিস্ট্রেটগণের নেতৃত্বে শ্রীনগর থানা পুলিশ, সেনাবাহিনী, র্যাব এবং আনসার ব্যাটালিয়নের টহল টিম পুরো উপজেলার বিভিন্ন স্থানে পরিদর্শনের ফলে সার্বিক কার্যাবলী-চলাচলে বিধি-নিষেধ কঠোরভাবে প্রতিপালিত হয়েছে। এ সময় স্বাস্থ্যবিধি প্রতিপালন না করে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় ৩ জন নির্বাহি ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পৃথক পৃথক পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১০টি মামলায় ৩ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এছাড়া পুলিশের চেকপোস্টসহ বিভিন্ন ইউনিয়নে ১২টি অস্থায়ী চেকপোস্টে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান গ্রাম পুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবক নিয়ে যানবাহন ও মানুষ চলাচল নিয়ন্ত্রণ করেছেন।