সিরাজদিখানে নানা কর্মসূচিতে মহান বিজয় দিবস উদযাপন

প্রকাশ : 2025-12-16 16:11:14১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

সিরাজদিখানে নানা কর্মসূচিতে মহান বিজয় দিবস উদযাপন

মুন্সীগঞ্জ সিরাজদিখানে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে মহান বিজয় দিবস। আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সিরাজদিখান উপজেলা চত্বরে সূর্যদয়ের সঙ্গে সঙ্গে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে ৩১ বার তোপধ্বনীর মধ্য দিয়ে দিবসের শুভসূচনা করা হয়।

পরে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক দলসহ নানা সামাজিক সংগঠন। এ ছাড়াও সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব,সাথী সমাজকল্যান সংস্থা এবং স্থানীয় সাধারণ জনগণের পক্ষ থেকে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ, সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম বারী, সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ, সিরাজদিখান থানা অফিসার্স ইনচার্জ মোঃ আব্দুল হান্নান, সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সভাপতি সুব্রত দাস রনকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।