আদমদীঘিতে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ২৫ মার্চ ২০২১, ১৯:৩৬ |  আপডেট  : ৬ মে ২০২৫, ১৩:৩৮

বগুড়ার আদমদীঘিতে বন্ধুদের নিয়ে পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে প্রাণ হারালো শাকিল (২২) নামের এক যুবক। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে উপজেলার বড়আখিড়া পরিতোষ কুমারের পুকুরে। 

নিহতের পরিবার জানায়, পরিতোষ তার নিজস্ব পুকুরে বিদ্যুৎ সংযোগ লাগিয়ে বিদ্যুতিক সেচ পাম্পের মাধ্যমে পুকুর শুকিয়ে মাছ ধরছিল। বৃহস্পতিবার দুপুরে একই গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে শাকিল বন্ধুদের সাথে ওই পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত