কাউনিয়ায় করোনা কালীন সরকারী অনুদান মাদ্রাসার প্রতিষ্ঠাতা শিক্ষকদের মাঝে প্রদানের দাবী

প্রকাশ: ২৮ মে ২০২১, ১৬:৩৭ | আপডেট : ১২ মে ২০২৫, ১৭:৩৮

কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়নে ইসলামী শিক্ষা প্রসারে স্থানীয় কিছু শিক্ষানুরাগী ব্যক্তি ২০০৩ সালে পাটোয়ারী টারী দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠা করে। প্রয়োজনীয় নীতিমালা অনুসরন করে শিক্ষক কর্মচারী নিয়োগ প্রদান করা হয়। নিয়োগ প্রাপ্ত হয়ে শিক্ষক কর্মচারীরা বিনা বেতনে পাঠদান অব্যাহত রাখেন। স্থানীয় এমপির প্রচেষ্ঠায় মাদ্রসাটি ২০১৯ সালের ২৩ অক্টোবর এমপিও তালিকা ভ‚ক্ত হয়। এরপর শুরু হয় নানা চক্রান্ত।
সুপার আব্দুল বাতেন ও তৎকালীন সভাপতি বে-আইনী ও অবৈধ উপায়ে প্রতিষ্ঠাকালীন বৈধ ভাবে নিয়োগ কৃত সহকারী সুপারসহ ১২ জন শিক্ষক কর্মচারীকে বাদ দিয়ে গোপনে নতুন করে পুনঃরায় শিক্ষক কর্মচারী নিয়োগ করে এমপিও ভ‚ক্তির জন্য প্রচেষ্ঠা চালায়। সহকারী সুপার মাওলানা আবু বক্কর সিদ্দিক জানান আমরা বিষয় টি জানতে পেরে ২০২১ সালের জানুয়ারি মাসে মহামান্য হাইকোর্টে একটি রিট পিটিশন দাখিল করি। হাইকোর্ট মামলা টি আমলে নিয়ে নতুন নিয়োগ কৃত শিক্ষকদের নিয়োগ কার্যক্রম স্থগিত করে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান কে তদন্ত সাপেক্ষ ৯০ কার্যদিবসে আইনী ব্যবস্থা গ্রহনের আদেশ দেন। মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যানের সিন্ধান্তের অপেক্ষায় আছেন শিক্ষক ও কর্মচারীরা।
অপরদিকে সুপারের সুপারিশে গত বছর করোনা কালীন সরকারী অনুদানের টাকা পান নতুন নিয়োগ কৃত শিক্ষক ও কর্মচারীরা। এ অবস্থায় মানবেতর জীবনযাপন কারী প্রতিষ্ঠা কালীন নিয়োগ কৃত শিক্ষক কর্মচারীরা করোনা কালীন সরকারী অনুদান পেতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের নিকট আবেদন জানিয়েছেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফ মাহফুজ বলেন সুপার যে সকল শিক্ষক কর্মচারীর নাম জমা দিবেন তাদের নামের তালিকা সুপারিশ করে পাঠানো হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত