কৃষকের ফোন পেয়ে ধান কেটে দিল মেহেরপুর জেলা যুবলীগ

  ইসমাইল হোসেন, জেলা প্রতিনিধি, মেহেরপুরঃ

প্রকাশ: ৫ মে ২০২১, ১৯:২৪ |  আপডেট  : ১২ মে ২০২৫, ১৮:১৮

মেহেরপুরে কৃষকের ফোন পেয়ে ধান কেটে দিল জেলা যুবলীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবং কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনায় মেহেরপুর জেলা যুবলীগের উদ্যোগে জেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন উপস্থিত থেকে মেহেরপুর পৌরসভা কায়েমকাটা মোড় এলাকায় বুধবার দুপুরের দিকে কৃষক আসকার আলীর প্রায় দেড় বিঘা জমির ধান কেটে দেয়। 

জেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন করোনার এই মহামারিতে অসহায় কৃষকের পাশে থেকে তাদেরকে সহযোগিতা করতে পেরে আনন্দ প্রকাশ করেন। এসময় প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, কাউন্সিলর আল মামুন, জেলা যুবলীগের সদস্য সাজেদুর রহমান সাজু, যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত