নন্দীগ্রাম থানায় নবাগত অফিসার ইনচার্জ মোজাহারুল ইসলামের যোগদান

প্রকাশ: ১০ মে ২০২৫, ১১:৩৩ | আপডেট : ১০ মে ২০২৫, ১৮:৩২

বগুড়ার নন্দীগ্রাম থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন পুলিশ ইন্সপেক্টর মোজাহারুল ইসলাম। বুধবার (৭ মে) রাত সাড়ে ৮টার দিকে তাকে নন্দীগ্রাম থানার অফিসার-ফোর্সরা বরণ করে নেন। এরপর তিনি নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্বগ্রহণ করেন।
জানা গেছে, পুলিশ ইন্সপেক্টর মোজাহারুল ইসলামের বাড়ি রংপুর জেলায়। তিনি এর আগে বগুড়া ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে কর্মরত ছিলেন। সেখানে তিনি সুনামের সহিত দায়িত্বপালন করেছেন।
সাক্ষাৎকালে নন্দীগ্রাম থানার নবাগত অফিসার ইনচার্জ মোজাহারুল ইসলাম সাংবাদিকদের বলেন, নন্দীগ্রাম উপজেলার সকল প্রকার অপরাধমূলক কর্মকান্ড দমন করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির লক্ষ্যে সর্বদা সচেষ্ট থাকবো। এজন্য সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ সকলের সার্বিক সহযোগীতা কামনা করছি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত