বিদেশি পিস্তল ও গুলিসহ বিএনপি নেতা আটক

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৭ নভেম্বর ২০২৪, ১১:৪৯ |  আপডেট  : ৫ মে ২০২৫, ০৮:৫৬

আটককৃত মির্জাগ‌ঞ্জ উপজেলা বিএন‌পির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ফরা‌জি‌

পটুয়াখালীতে মির্জাগ‌ঞ্জে বিদেশি পিস্তল ও গুলিসহ বিএন‌পি নেতা মো. জাহাঙ্গীর ফরা‌জি‌কে আটক করেছে যৌথ বাহিনী। বৃহস্প‌তিবার (৭ নভেম্বর) ভোরে মির্জাগঞ্জ উপজেলার উত্তর সু‌বিদখালী এলাকার নিজ বাসা থে‌কে তাকে আটক করা হ‌য়।

আটক জাহাঙ্গীর ফরা‌জি‌ মির্জাগ‌ঞ্জ উপজেলা বিএন‌পির সাধারণ সম্পাদক ও মৃত মোতালেব ফরাজির ছেলে।

আটকের বিষয়টি নি‌শ্চিত ক‌রে‌ সেনা কর্মকর্তা ক্যাপ্টেন রিমান রাফিন নিশাত বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চা‌লি‌য়ে জাহাঙ্গীর ফরা‌জি‌র বাড়ি তল্লাশি করা হয়। এ সময় বাড়ির দুটি ভিন্ন কক্ষে লুকিয়ে রাখা যুক্তরাষ্ট্রের তৈরি একটি অত্যাধুনিক ৭.৬৫ এমএম পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। অস্ত্র উদ্ধারের প‌রে তা‌কে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার বলেন, ‘বিএন‌পি নেতা জাহাঙ্গীর ফরা‌জি‌কে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তু‌তি চল‌ছে।’

কা/আ 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত