আমরা ভেবেছিলাম ট্রাকে চাঁদাবাজী হবেনা চা সিন্ডিকেট থাকবেনা কিন্তু তা অব্যাহত আছে
প্রকাশ : 2025-07-05 09:12:51১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
জাতীয় নাগরিক পার্টির(এনসিপি) দক্ষিনাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন বিগত পনের বছরে আপনারা আওয়ামীলীগকে হঠাতে পারেন নাই। সুতরাং এই আওয়ামীলীগ নিয়ে আপনাদের শিক্ষার প্রয়োজন।
তিনি বৃহষ্পতিবার সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টি আয়োজিত জুলাই পথযাত্রা পঞ্চগড় চৌরঙ্গী মোড়ে পথ সভায় একথা বলেন। তিনি
আমরা ভেবেছিলাম ট্রাকে আর চাঁদাবাজি হবেনা‘ আমরা ভেবেছিলাম জুলাই অভুত্থানের পর চা শ্রমিকদের নিয়ে আর সিন্ডিকেট থাকবেনা। কিন্তু এই সিন্ডিকেট এখনো অব্যাহত রয়েছে। আপনারা যারা চা নিয়ে পাথর নিয়ে চাঁদাবাজি ও সিন্ডিকেট করছেন এবং তা অব্যাহত রয়েছে।
আওয়ামীলীগ গেছে যে পথে আপনারা ও সে পথে। আওয়ামীলীগ ভারতে যাওয়ার সুযোগ পেয়েছে আপনারা সেটাও পাবেন না। হাসনাত আব্দুল্লাহ বলেন আমরা নির্বাচন চাই কিন্তু যে প্রশাসন দিয়ে যে পুলিশ দিয়ে দিয়ে মধ্য রাতে নির্বাচন হয়েছে ‘যে ডামি নির্বাচন হয়েছে। সেই প্রশাসন ও পুলিশকে সংষ্কার করা না হলে আমরা সেই নির্বাচনে যেতে চাইনা। আমরা নিবার্চন করতে সংষ্কারমূলক নির্বাচন চাই।
জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম বলেন, আগামী সংসদ নির্বাচনের আগে নতুন সংবিধান এবং জুলাই অভূত্থানে গন হত্যার বিচার এবং মৌলিক সংষ্কারের মধ্য দিয়ে বাংলাদেশের গনতন্ত্র নিশ্চিত করা হবে।তিনি বলেন চব্বিশের জুলাইয়ে আমরা ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছি। আমরা এখনো রাজপথে আছি। আমরা কোন চাঁদাবাজীকে বরদাত করবো না।
তিনি বলেন, আমরা এখনো দেখছি সীমান্তে গুলি করে বিএসএফ আমাদের বাংলাদেশীকে হত্যা করছে। যা বিগত ৫০ বছরেও কোন সরকার বন্ধ করতে পারেনি। আমরা এখনো দেখছি ভারত থেকে পুশইন করা হচ্ছে। আমরা স্পষ্ট ভাবে ভারতকে বলতে চাই এটা হাসিনার বাংলাদেশ নয়। ছাত্র -জনতার বাংলাদেশ। যদি পাঠাতে হয় হাসিনা আর ওই ফ্যাসিস্টদের পাঠান আমরা জুলাই বিপ্লবের আওতায় বিচার করবো। এই পুশইন যদি চলতে থাকে তা কোন ভাবেই মেনে নিবো না। আমরা বাংলাদেশীরা ধর্মবর্ণ নির্বিশেষে ভারতের আ্রগাসনের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ আছি।নাহিদ বলেন জুলাই অভূত্থানে পর যে ছাত্র-জনতার যে জোয়ার শুরু হয়েছে‘ তা টেকনাফ থেকে তেতুঁলিয়া পর্যন্ত সেই জোয়ার ভাসিয়ে নিয়ে যাবে।তিনি নতুন সংবিধান প্রণয়নে জনগনকে তাদের সঙ্গে চান।
জাতয়ি নাগরিক পার্টির জেষ্ঠ্য যুগ্ম সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বলেন, আগামীতে পরিবর্তনের সুযোগ সুবিধা গ্রহণ করতে হয় ‘তাহলে পরিবর্তিত নেতৃত্ব নিয়ে আসতে হবে। তাই আমরা চব্বিশে নেতৃত্ব দেওয়াদের আপনাদের কাছে নিয়ে এসেছি। এই নেতৃত্ব বাংলাদেশে গড়ে তুলবে তুলবে। এই নেতৃত্ব বৃথা হবে না হবেনা। এই নেতৃত্ব হাসিনার বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছে।
জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ভারত যদি সীমান্তে একটি মানুষকে গুলি করে একটি লাশ ফেলতে চায় তাহলে আপনারা সীমান্তে গিয়ে নতুন মানচিত্র তৈরি করবেন । বঙ্গোপসাগর থেকে হিমালয় পর্যন্ত বিশ্ববাসির কাছে য়ে জাগরণ সৃষ্টি হয়েছে। আমরা যেতোদিন বেঁচে আছি তা কেউ ঠেকাতে পারবেনা। আগাশমীতে যদি আপনার সন্তানের শিক্ষা নিশ্চিত করতে চান, ভবিষ্যত ও জীবন জীবিকার নিরাপত্তা চান নতুন বাংলাদেশ গঠন করতে চান তবে এই এনসিপি উপড় ভরসা রাখুন।
জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম বলেন, আমরা জুলাই অভুত্থান পরবর্তী াক সমস্যা কি আকাঙ্খা এবং আমরা আগামী বাংলাদেশে কি স্বপ্ন দেখি তা জানতে আজ পঞ্চগড়ে জুলাই পদযাত্রায় উপস্থিত হয়েছি। পঞ্চগড়ের মানুষের জন্য এখন একটি মেডিকেল কলে ও হাসপাতাল দরকার। এটি নাই বলে চিকিৎসা নিতে এখানকার মানুষের রংপুর, দিনাজপুর অথবা ঠাকুরগাঁওয়ে যেতে হয়। এরপর চিকিৎসাি নতে গিয়ে রোগি পথেই মারা যায়। চিনিকলটি চালু হওয়ার কথা ছিল ‘তবে কয়েকজন মানুষের জন্য তা হয়নি। তবে আগামী ২০২৬ সালেই পঞ্চগড় চিনিকল ছারু দেকতে চাই।এখানে রাথের আঁধারে পাথর –বালু উত্তোলনে একটি মহল জড়িত। কারা কারা জড়িত আমরা তা জানি। কিন্তু এই পাথর-বালু উত্তোলনে এখনকার পরিবশে আজ হুমকির মুখে পড়েছে।
জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগন্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেন, আমরা এখানে এসে অনেকের সাথে কথা বলেছি এতে জেনেছি এখানকার মানুষকে চিকিৎসা নিতে রংপুর যেতে হয়। এরপর আবার ঢাকাতেওও যেতে হয়। এমন হয় রোগি যেতে যেতে পথেই মারা যায়। আমরা এখনো দেশে পঞ্চাশ ভাগ মানুষের চিকিৎসা নিতে পারেনা। আমাদের অনেকে বড় হয়ে প্রকৌশলী হতে চায়, ডাক্তার হতে চায়। সকল প্রতিষ্ঠানে বৈষম্যহীন দেখতে চাই। যার টাকা আছে সে সুচিকিৎসা পাবেনা তা হয়না। যার টাকা আছে সে চাকরি পাবে তা আমরা চাইনা। তাই সংবিধানে যা যা প্রয়োজন তার আমরা পরিবর্তন চাই। পথ সভায় আরো উপস্থিত ছিলেন দলটির যুগ্ম আহবায়ক সামান্তা শারমিন সহ কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ। পথসভা শেষে সারজিস আলম পঞ্চগড় জেলা-উপজেলা পর্যায়ের নেতৃস্থানীয়দের হাত তুলে পরিচয় করিয়ে দেন। এদিকে আজ শুক্ররবার(৪জুলাই) সকালে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ফকিরগঞ্জ বাজারে এনসিপির কার্যালয় উদ্বোধনীতে নাহিদ ইসলাম এক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। জুলাই পদযাত্রায়র অংশ হিসেবে বৃহষ্পতিবার বিকেলে দরটির কেন্দ্রীয় নেতারা পঞ্চগড়ে আসেন। পরে ঠাকুরগাঁওয়ের পথে রওনা দেন এনসিপির নেতৃবৃন্দ।#