ইসরায়েলকে যুদ্ধ বন্ধে চাপ দিতে পারেন একজনই, তিনি হলেন ট্রাম্প: প্রিন্স তুর্কি

প্রকাশ : 2025-09-27 10:49:02১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

ইসরায়েলকে যুদ্ধ বন্ধে চাপ দিতে পারেন একজনই, তিনি হলেন ট্রাম্প: প্রিন্স তুর্কি

সৌদি আরবের সাবেক গোয়েন্দা প্রধান প্রিন্স তুর্কি আল-ফয়সাল বলেছেন, ফিলিস্তিনের ওপর ইসরায়েলের ‘গণহত্যামূলক যুদ্ধ’ বন্ধে ইসরায়েলের ওপর কার্যকর চাপ সৃষ্টি করতে পারেন একজনই। আর তিনি হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সম্প্রতি আল-আরাবিয়া ইংলিশের এক প্রোগ্রামে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে প্রিন্স তুর্কি বলেন, গাজায় ইসরায়েলের সামরিক অভিযান একটি স্পষ্ট গণহত্যার উদাহরণ। এই আগ্রাসন শুরু হয়েছিল ২০২৩ সালের অক্টোবর মাসে হামাসের হামলার পর।

প্রিন্স তুর্কি সম্প্রতি ফিলিস্তিন রাষ্ট্রকে বিভিন্ন দেশের স্বীকৃতিকে স্বাগত জানিয়ে বলেন, ‘এই স্বীকৃতির পর আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত ফিলিস্তিনের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষা করা।’

তিনি আরও বলেন, ফ্রান্স ও সৌদি আরব এই কূটনৈতিক প্রচেষ্টা যৌথভাবে চালালেও, এখন ট্রাম্পই একমাত্র এমন শক্তি যার মাধ্যমে ইসরায়েলের নীতি পরিবর্তন করানো সম্ভব।

তিনি বলেন, ‘হামাসকে সবচেয়ে বড় পুরস্কার দেয় ইসরায়েল নিজেই—যখন তারা ফিলিস্তিনিদের অধিকার কেড়ে নেয় এবং দমন করে। এই দমনই হামাসের জনপ্রিয়তা বাড়িয়ে তোলে। রাষ্ট্র স্বীকৃতি নয়, বরং ইসরায়েলের দমননীতিই হামাসের জন্য পুরস্কার।’

প্রিন্স তুর্কি আরও বলেন, ‘ইসরায়েল গত ৬০ বছরের বেশি সময় ধরে পরিকল্পিতভাবে ফিলিস্তিনের জমি দখল করে আসছে, আর এটি তাদের সরকারিভাবে ঘোষিত নীতি।’

এছাড়া চলতি মাসে কাতারের দোহায় ইসরায়েলের হামাস নেতাদের লক্ষ্য করে চালানো হামলার বিষয়ে প্রিন্স তুর্কি বলেন, ‘আমি অবাক হইনি। ইসরায়েল নিজেদের বিশ্বাসঘাতক ও অশান্তিপূর্ণ চরিত্র প্রকাশ করেছে। ইতিহাসজুড়েই ইসরায়েল শান্তির নামে প্রতারণা করেছে।’