কাউনিয়ার মীরবাগে মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালন
প্রকাশ : 2025-05-14 17:38:02১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক

কাউনিয়ায় মঙ্গলবার সকালে মীরবাগ জুম্মার পাড় নামক স্থানে বাসের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীসহ ৩স্বজনের মুত্যু হয়েছে। এর আগে গত রোববার গভীর রাতে মীরবাগ বুড়াইল ব্রীজে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যুর ঘটনায় নিরাপদ সড়ক ও ৭ দফা দাবী আদায়ের লক্ষ্যে সচেতন নাগরিক ফোরাম এর উদ্যোগে বুধবার সকালে মানববন্ধন কর্মসূচি পালন করে।
রংপুর কুড়িগ্রাম মহাসড়কে মীরবাগ কদমতলা বাসস্ট্যান্ডে সকাল থেকে দুপুর পর্যন্ত মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। মীরবাগ সচেতন নাগরিক ফোরামের সভাপতি জালাল উদ্দীন ভূঈয়া মামুনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ধর্স্মেশ্বর মহেশা উচ্চ বিদ্যালয়েন প্রধান শিক্ষক আবুল কাশেম, মীরবাগ ডিগ্রী কলেজের প্রভাষক মাইদুল ইসলাম, সহ-সভাপতি আব্দুল্লাহ আল হাশি, সাধারণ সম্পাদক নাজমুল হাসান নান্নু, শিক্ষার্থী জান্নাতি বেগম, খাদিজা আক্তার প্রমূখ।
মানববন্ধন চলাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিদুল হক উপস্থিত হয়ে বলেন আপনাদের দাবী সমূহ উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট জানানো হয়েছে তারা কথা দিয়েছেন আগামী ডিসেম্বরের মধ্যে দাবী গুলো পূরণ করবেন। দাবী সমূহ মেনে নেওয়া না হলে আমিও আপনাদের দাবীর সাথে একত্বতা জানিয়ে সামিল হবো। মানববন্ধন চলাকালে মীরবাগ নাগরিক ফোরাম নিরাপদ সড়কের দাবিতে ৭ দফা দাবী উপস্থাপন করেন। সচেতন নাগরিক ফোরামের ৭ দফা দাবী সমূহ হচ্ছে ১। রাস্তার পাশের জায়গায় (সোল্ডার) পরিষ্কার ও ব্যবহার যোগ্য করতে হবে ২। রাস্তার মোড় গুলো তে ভিজিবিøটি (ারংরনরষরঃু) বাড়াতে হবে ৩। মাহসড়কে কাকড়া চলাচল নিষিদ্ধ করতে হবে ৪। ফিটনেস বিহীন, ওভারলোড, ওভার স্পিডে গাড়ী চাললে চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে ৫। রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে গাড়ির গতি নিয়ন্ত্রণ করার পদক্ষেপ গ্রহণ করতে হবে ৬। ব্যাটারি চালিত অটো বা থ্রি হুইলার গাড়ির জন্য পৃথকভাবে সড়ক নির্মাণ করতে হবে ৭। সড়ক ৪ লেনে উন্নতি করতে হবে।