কাউনিয়ায় জামায়াতের ৫ দফা দাবীতে বিক্ষোভ সমাবেশ

প্রকাশ : 2025-09-27 11:26:20১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

কাউনিয়ায় জামায়াতের ৫ দফা দাবীতে বিক্ষোভ সমাবেশ

জামায়াতে ইসলামী বাংলাদেশ কাউনিয়া উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার বিকালে ৫ দফা দাবীতে বিক্ষোভ সমাবেশ কাউনিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।  জামায়াতে ইসলামী উপজেলা শাখার আমীর মাওলানা আব্দুস সালাম সরকার এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কর্ম পরিষদ সদস্য মোতালেব হোসেন, বিশেষ হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নায়েবে আমীর শেখ  নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ফজলুর রহমান, বক্তব্যে রাখেন শিবিরের উপজেলা  সভাপতি মুক্তার হোসেন, যুব বিভাগের উপজেলা সভাপতি আশরাফুল ইসলাম, সঞ্চালনা করেন বালাপাড়া জামায়েত ইসলামীর সভাপতি আব্দুর রহিম।