কাউনিয়ায় সংঘাত নয় শান্তি প্রতিষ্ঠায় পরিকল্পনা প্রণয়ন সভা
প্রকাশ : 2025-05-08 18:10:23১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক

দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সহযোগিতায় কাউনিয়া উপজেলায় সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি, এ শ্লোগান নিয়ে পিএফজি কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা বৃহস্পতিবার জিন্নাহ-চম্পা হল রুমে অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক মোঃ আক্তারুজ্জামান মন্ডল এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পিএফজি কমিটির এ্যাম্বাসেডর মোঃ আলমগীর চৌধুরী লিটন, উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সভাপতি ও পিএফজি কমিটির সদস্য আলহাজ¦ ইদ্রিস আলী বিডিআর, ইমামগঞ্জ স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ ও পিএফজি কমিটির সদস্য সেকেন্দার আলী, পিএফজি কমিটির এ্যাম্বাসেডর ও মোফাজ্জল হোসেন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আজিজুল ইসলাম মাষ্টার, পিএফজি কমিটির সমন্বয়কারী ও প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, পিএফজি কমিটির সদস্য ও জেলা মহিলা দলের সাধারন সম্পাদক রওশনারা রতনা, পিএফজি কমিটির সদস্য ও ইমাম মাওলানা মোঃ আব্দুল কুদ্দুছ, পুরোহিত পরেশ চক্রবর্তি, হাঙ্গার প্রজেক্টের প্রতিনিধি ফরিদা ইয়াসমিন প্রমূখ। সভায় কাউনিয়ায় উপজেলায় শান্তি সম্প্রতি রক্ষায় বিভিন্ন অগ্রগতি সম্পর্কে চিহ্নিতকরণ এবং ঈদের পর প্রশিক্ষণের তারিখ নির্ধারনের বিষয়ে পরিকল্পনা গ্রহণ করা হয়।