গণভোট অনুষ্ঠানের বিষয়ে প্রধান উপদেষ্টা দ্রুতই সিদ্ধান্ত দেবেন: আইন উপদেষ্টা
প্রকাশ : 2025-10-30 18:34:49১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, গণভোট কবে হবে, তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ তীব্রতম পর্যায়ে পৌঁছে গেছে। তিনি জানান, গণভোট অনুষ্ঠানের সময়ের বিষয়ে প্রধান উপদেষ্টা দ্রুতই সিদ্ধান্ত দেবেন।
আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কথা বলেন উপদেষ্টা আসিফ নজরুল। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও উপস্থিত ছিলেন। গণভোট নিয়ে বিএনপি ও জামায়াতে ইসলামী পাল্টাপাল্টি অবস্থানে রয়েছে।
আসিফ নজরুল বলেন, বলেন, ‘সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার নেতৃত্বে আমরা থাকব। আমরা সহায়তা করার জন্য থাকব। সিদ্ধান্ত এটা কোনো পার্টিকুলার কেউ নেবেন না, এটা আপনারা নিশ্চিত থাকেন। এই সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা নেবেন।…দ্রুতই সিদ্ধান্ত নেওয়া হবে।’