ছাত্রদল নেতা পারভেজকে হত্যার প্রতিবাদে নন্দীগ্রামে ছাত্রদলের মানববন্ধন

প্রকাশ : 2025-04-21 15:34:42১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

ছাত্রদল নেতা পারভেজকে হত্যার প্রতিবাদে নন্দীগ্রামে ছাত্রদলের মানববন্ধন

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজকে হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার নন্দীগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। 

সোমবার (২১ এপ্রিল) দুপুরে নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজের সামনে উপজেলা ও পৌর ছাত্রদলের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। তারা ছাত্রদল নেতা পারভেজের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। 

মানববন্ধনে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা। সেসময় উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক নূরনবী, ছাত্রদল নেতা নবীর শেখ, শাহীন শেহজাদ, মেহেদী হাসান ও আল-আমিনসহ উপজেলা, পৌর ও মনসুর হোসেন ডিগ্রী কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত শনিবার বিকেলে রাজধানীর বনানীতে ছুরিকাঘাতে খুন হন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ। তার বাড়ি ময়মনসিংহে।  


কা/আ