জামালপুরে ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়নের মানববন্ধন ও অবস্থান কর্মসুচি
প্রকাশ : 2025-04-22 10:52:56১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক

জামালপুরে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান করার দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসুচি পালিত হয়েছে।
আজ সোমবার ২১ এপ্রিল দুপুরে শহরের ফৌজদারী মোড়ে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন জামালপুর জেলা শাখা এই কর্মসুচির আয়োজন করে।
বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন জামালপুর জেলা শাখার সভাপতি রানা ইসলামের সভাপতিত্বে ঘন্টাব্যাপী মানববন্ধনে জয়নাল আবেদীন সোহেল, শাহনাজ পারভীন, লাভলু হোসাইনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ইংরেজী মাধ্যমে তিন বছর মেয়াদে ডিপ্লোমা ইন নার্সিং কোর্স করার পরও কেন তাদের শিক্ষাগত যোগ্যতা এসএসসির সমমান থাকবে। তাই ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক অর্থাৎ ডিগ্রি পাস কোর্স সমমান করতে হবে।
কা/আ