নন্দীগ্রামে গলায় ফাঁস দিয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

প্রকাশ : 2025-05-12 18:14:44১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

নন্দীগ্রামে গলায় ফাঁস দিয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

বগুড়ার নন্দীগ্রামে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে তানিয়া খাতুন (২৮) নামে এক প্রবাসীর স্ত্রী আত্মহত্যা করেছে। সে নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের প্রবাসী তানসেন আলীর স্ত্রী। 

জানা গেছে, রবিবার (১১ মে) রাতে অজ্ঞাত কারণে শয়ন ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে তানিয়া খাতুন আত্মহত্যা করে। সোমবার সকালে পরিবারের সদস্যরা তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। এরপর থানা পুলিশ সেখানে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। 

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মোজাহারুল ইসলাম জানান, এক প্রবাসীর স্ত্রী আত্মহত্যার ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে। তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আত্মহত্যার সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে তদন্তে জানা যাবে।