পঞ্চগড়ে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

প্রকাশ : 2025-05-03 10:23:30১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

পঞ্চগড়ে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

পঞ্চগড়ের বোদা উপজেলায় নিষিদ্ধ  সংগঠন ছাত্রলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ উঠেছে।জানা যায়, উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের ফুলতলা এলাকায় ৬৫ শতক জমিতে ৯ ভাই-বোন ওয়ারিশ থাকলেও ভাগ বন্টন না হওয়ার আগে বিটুল নামের এক ভাইয়ের কাছে ভয় দেখিয়ে, নানা কৌশলে ২০২৩ সালে ৮ শতক জমি কিনে নেন ছাত্রলীগ নেতা আলমগীর হোসেন।

পরে এনিয়ে কোর্টে মামলা করেন বিটুলের ভাই বাবুলার রহমান। মামলা চলা অবস্থায় ৩০ এপ্রিল বুধবার  আলমগীর ভাড়াটে শতাধিক লোক নিয়ে এসে জমিতে থাকা টমেটো, ইউক্যালিপটাস ও বাঁশঝাড় কেটে জমিটি দখল করে।আলমগীর হোসেন বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

বিটুলের স্ত্রী মুক্তা বেগম বলেন, আমার স্বামীর কাছে তারা কিছু টাকা পায়, আলমগীর ছাত্রলীগের নেতা হওয়ায় আমার স্বামীকে ভয় দেখিয়ে, জোর করে, নানা কৌশলে আট শতক জমি রেজিস্ট্রি করে নেয়।বাবুলার রহমান বলেন, আমরা ছয় ভাই দুই বোন এবং মা ৬৫ শতক জমির ওয়ারিশ। আমরা এখনও ভাগবন্টন করি নাই। ২০২৩ সালে আমার ভাই বিটুলকে ভয় দেখিয়ে চুপ করে তার কাছ থেকে ৮ শতক জমি রেজিস্ট্রি নেয়। পরে আমি আদালতে মুসলিম আইনে পণ ফেরতের মামলা করি। মামলা চলছে কিন্তু হঠাৎ বুধবার আলমগীর ভাড়াটে সন্ত্রাসী এনে জমিটি দখল করে। সে ছাত্রলীগের সাধারণ সম্পাদক হয়েও প্রকাশ্যে জমি দখল করে ঘুরতেছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় তার অত্যাচারে মানুষ এলাকায় থাকতে পারে নাই।বিটুলের ভাই ফজলুল করিম বলেন, এই জমিটা আমার দখলে থাকলেও আমরা এখনও ভাগ বন্টন করিনাই। আমার ভাই বিটুলের কাছে তারা চুপ করে রেজিস্ট্রি করে নিয়েছে। জমিতে আমি টমেটো চাষ করছি। তারা বিভিন্ন জায়গা থেকে লোক ভাড়া করে এনে টমেটোর গাছ, ইউক্যালিপটাস গাছসহ বাঁশ কেটে নিয়ে গেছে। আওয়ামী লীগ না থাকলেও সে এখনও এলাকা দাঁপিয়ে বেড়াচ্ছে।

এ বিষয়ে অভিযুক্ত আলমগীরের বক্তব্য পাওয়া যায় নাই। তবে তার ভাই রুহুল আমিন বলেন, আমরা গত ২৯ তারিখে মামলার রায় পেয়েছি। এজন্য জমিটা দখল করে নিয়েছি। বোদা থানার ওসি আজিম উদ্দীন বলেন গতকাল রাতে থানায় জমি দখলের একটি মামলা হয়েছে।