পঞ্চগড়ে পাট দিবসে আলোচনা সভা
প্রকাশ : 2025-03-07 16:47:52১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক

পঞ্চগড়ে জাতীয় পাট দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় স্থানীয় পাট চাষি, প্রান্তিক পর্যায়ের কৃষক, শিক্ষক শিক্ষার্থী সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এসময় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ইমাম রাজী টুলু, জেলা প্রার্থমিক শিক্ষা অফিসার সমেস মজুমদার, কৃষি সম্পসারন অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক সাইফুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি সরকার হায়দার, সদর উপজেলার জালাসী এলাকার কৃষক আবু হোসেন প্রমুখ। পাট চাষিরা এসময় বলেন বিগত সরকারের আমলে প্রনোদনা পাট বীজগুলো ভালো ছিলোনা। বীজগুলো পরিপূর্ণ ভাবে না গজানোর ফলে পাট চাষিদের লোকশান গুণতে হয়েছে। প্রয়োজনের তুলনায় সার কম দেয়া হয়েছে। এ বছর মানসম্মত বীজ ও প্রয়োজনীয় সার সরবরাহের জন্য সরকারের প্রতি আহ¦ান জানান তারা। অনুষ্ঠান সঞ্চালনা করেন দিনাজপুর জেলার পাট উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার মালাকার।