পঞ্চগড়ে ভিন্ন অধিদপ্তরে একিভূত না করার দাবিতে নার্সদের মানববন্ধন
প্রকাশ : 2025-10-30 16:38:04১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
স্বতন্ত্র নার্সিং প্রশাসন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরে একিভূত করার অপচেষ্টার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন করেছে নার্সরা। বৃহস্পতিবার বিকেলে পঞ্চগড় জেলা শহরের সিভিল সার্জনের কার্যালয়ের সামনে মহাসড়কের পাশে এই মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন পঞ্চগড় জেলা শাখা। মানববন্ধনে বক্তব্য রাখেন পঞ্চগড় নার্সিং সুপারভাইজার আমিনা খাতুন, বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন পঞ্চগড়ের ছাত্র ছাত্রী বিষয়ক সম্পাদক রাশিদা খাতুন, শিক্ষানবিশ নার্স মনিরা আক্তার। এ সময় বক্তারা জানান, ৪৮ বছর ধরে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর চিকিৎসা সেবায় অবদান রেখে চলেছে। কিন্তু এখন এই অধিদপ্তরকে ভিন্ন অধিদপ্তরের সাথে একিভূত করার অপচেষ্টা চলছে। পৃথক অধিদপ্তর না থাকলে চরম বিশৃঙ্খলা ও স্বাস্থসেবা ব্যাহত হবে। তাই তারা এই অধিদপ্তরকে অন্য কোন অধিদপ্তরের সাথে একিভূত না করার দাবি জানান।