পুলিশের সাবেক তিন কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

প্রকাশ : 2025-04-08 14:43:08১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

পুলিশের সাবেক তিন কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

ঢাকার আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যার পর ছয় মরদেহ পোড়ানোর ঘটনার পুলিশের সাবেক তিন কর্মকর্তাকে হাজির করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে এ তথ্য জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

তিন কর্মকর্তা হচ্ছেন– ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, বরখাস্ত ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফী ও ঢাকা উত্তর ডিবির সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন।

তাজুল ইসলাম বলেন, আশুলিয়ার মামলায় তিনজন আসামিকে হাজির করতে বলা হয়েছে। তারা ট্রাইব্যুনালে অন্য মামলায় গ্রেপ্তার আছে। এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর হয়েছে। তদন্ত রিপোর্ট কয়েকদিনের মধ্যে চূড়ান্তভাবে এসে যাবে।

 

সা/ই