ফিলিস্তিনে শান্তি চায় বাংলাদেশের শিশুরাও

প্রকাশ : 2025-04-09 12:22:51১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

ফিলিস্তিনে শান্তি চায় বাংলাদেশের শিশুরাও

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় হাজারো নিরীহ নারী-শিশুর মৃত্যু, ধ্বংসস্তূপে পরিণত ঘরবাড়ি এবং আন্তর্জাতিক মহলের নীরবতায় ক্ষুব্ধ হয়ে উঠেছে সারাবিশ্বের মানুষ।

সেই ধারাবাহিকতায় বাংলাদেশেও গত কয়েকদিন ধরে চলছে একের পর এক প্রতিবাদ। এই প্রতিবাদে শামিল হয়ে ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে কর্মসূচি পালন করেছে একঝাঁক কোমলমতি শিশু। কর্মসূচি থেকে ইসরায়েলের হামলার প্রতিবাদ ও গাজায় শান্তি ফিরিয়ে আনার দাবি জানানো হয়।

বুধবার (৯ এপ্রিল) রাজধানীর মিরপুরের ইসিবি চত্বরে স্থানীয় স্কাইলার্ক স্কুলের শিক্ষার্থীরা ব্যানার, ফেস্টুন ও তাদের নিজ হাতে আঁকা পোস্টার নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করে। এসময় তাদের ‘স্টপ জেনোসাইড, সেভ প্যালেস্টাইন’, ‘প্যালেস্টাইন উইল বি ফ্রি’, ‘ফ্রি গাজা’, ‘প্লিজ সেভ প্যালেস্টাইন’ – এমন নানা বার্তা লেখা পোস্টার প্রদর্শন করতে দেখা গেছে। আবার কেউ কেউ লিখেছে, ‘ফ্রম দ্য রিভার টু দ্য সী, প্যালেস্টাইন উইল বি ফ্রি’।

এই মানববন্ধনে অংশ নেওয়া শিশুদের কেউ নার্সারি, কেউবা ১ম-৫ম শ্রেণির শিক্ষার্থী। কর্মসূচিতে অভিভাবক ও শিক্ষকরা পাশে থাকলেও মুখ্য ছিল শিশুরাই।

প্রসঙ্গত, সম্প্রতি সারা দেশে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচি পালন করেছেন। এসব কর্মসূচি থেকেও ফিলিস্তিনের স্বাধীনতা এবং গাজায় শান্তি ফেরানোর দাবি জানানো হয়েছে।

 

সা/ই