বাংলাদেশের চতুর্থ নারী আন্তর্জাতিক মাস্টার ওয়াদিফা

প্রকাশ : 2025-05-03 10:44:03১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

বাংলাদেশের চতুর্থ নারী আন্তর্জাতিক মাস্টার ওয়াদিফা

বাংলাদেশ দাবায় নতুন এক মাইলফলক যোগ হলো। ফিদে (আন্তর্জাতিক দাবা সংস্থা) থেকে আন্তর্জাতিক মাস্টার (আইএম) খেতাবের স্বীকৃতি পেলেন ওয়াদিফা আহমেদ। মাত্র ১৭ বছর বয়সেই এই গৌরব অর্জন করলেন তিনি।

গত মার্চে অনুষ্ঠিত এশিয়ান জোনাল (৩.২) দাবা চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে আইএম হওয়ার সব শর্ত পূরণ করেছিলেন ওয়াদিফা। এতদিন ফিদের আনুষ্ঠানিক স্বীকৃতির অপেক্ষায় ছিলেন তিনি। অবশেষে সেই স্বীকৃতি এলো, আর ওয়াদিফা আনুষ্ঠানিকভাবে যুক্ত হলেন দেশের নারী আইএমদের তালিকায়।

ওয়াদিফার আগে বাংলাদেশে তিনজন নারী আন্তর্জাতিক মাস্টার খেতাব পেয়েছেন। ১৯৮৫ সালে এই সম্মাননায় প্রথম ভূষিত হন রানী হামিদ। পরে এই তালিকায় যোগ দেন শামীমা আক্তার লিজা (২০১১) ও শারমিন সুলতানা শিরিন (২০১৯)। চারজনের মধ্যে লিজা বর্তমানে প্রবাসে থাকলেও বাকি তিনজন নিয়মিতভাবে দাবা অঙ্গনে সক্রিয় আছেন। উল্লেখ্য, রানী হামিদ দেশের হয়ে সর্বশেষ দাবা অলিম্পিয়াডেও অংশ নিয়েছেন।

২০১১ সালে ২২ বছর বয়সে নারী আইএম স্বীকৃতি পেয়েছিলেন শামীমা আক্তার লিজা। ২০১৯ সালে এ স্বীকৃতি পান শারমিন সুলতানা শিরিন। ১৭ বছর বয়সে আইএম খেতাব পেলেন ওয়াদিফা আহমেদ।