বিশুদ্ধ বাতাস - বর্ণালী চ্যাটার্জী
প্রকাশ : 2025-02-03 09:55:18১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক

বিশুদ্ধ বাতাস
বর্ণালী চ্যাটার্জী
বৃষ্টির তুমুল ধারায় ---
পুরাতন ধুয়ে যায়
নিবিড় সহবাস মাটিতে
মলিনতা উবে যায়।
কপট হতে দূরত্ব ভালো ---
তাতে মনুষ্যত্ব তরান্বিত
হয় জীবনে---
হে উদাস চিত্ত
তুমিই নিত্য, তুমিই অনিত্য
তুমিই এক জীবনে ---
হাজার জীবনের ধন।
