ময়মনসিংহে পেশাজীবি গাড়ি চালকদের রিফ্রেশার প্রশিক্ষন কর্মসূচী অনুষ্ঠিত
প্রকাশ : 2025-04-09 11:12:30১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক

ময়মনসিংহে বিআরটিএ এর আয়োজনে ও তত্বাবধানে পেশাদার চালকদের জন্য রিফ্রেশার প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। ৮ এপ্রিল ( মঙ্গলবার) নগরীর অনুভব কমিউনিটি সেন্টারে উক্ত প্রশিক্ষন কর্মশালার আয়োজন করেন বিআরটিএ।
অনুষ্ঠানে সভাপতি করেন সহকারী পরিচালক( ইঞ্জি:) জনাব আবু নাঈম, অনুষ্ঠান সঞ্চালনা করেন মোটরযান পরিদর্শক জনাব জহির উদ্দিন বাবর। এ ছাড়া ও প্রশিক্ষনে বিশেষ অতিথি হিসেবে প্রশিক্ষনার্থীদেরকে বিভিন্ন ট্রাফিক সাইন ও সংকেত বিষয়ে মৌলিক ধারনা দেন ময়মনসিংহ ট্রাফিক বিভাগের সুনামধন্য পরিদর্শক মো: আবু নাসের মোহাম্মদ জহির।
প্রশিক্ষনে অংশগ্রহণকারী মোট ১৩৪ জন সাফল্যর সাথে তাদের প্রশিক্ষন সম্পন্ন করেন। প্রশিক্ষনের শুরুতে বিআরটিএ অফিসের অভ্যন্তরে প্রত্যেক পরীক্ষার্থীদের অত্যন্ত সু-শৃঙ্ঘল ভাবে সারিবদ্ধ ভাবে ডিজিটাল বায়োমেট্রিক এর মাধ্যামে তাদের উপস্থিতি নিশ্চিত করা হয় এসময় মোটরযান পরিদর্শক তার দেয়া বক্তব্য সড়কে দূর্ঘটনা হ্রাসকল্পে চালকদের অধিক সচেতনতার নানা বিষয়াদি উপর আলোচনা করেন।
আগত অনেক প্রশিক্ষনার্থী জানান, তারা এ ধরনের রিফ্রেশার ট্রেনিং অনেক উপকৃত হবে সড়কে গাড়ী চালনার জন্য। উক্ত অনুষ্ঠানে ময়মনসিংহ মোটর মালিক,শ্রমিক ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃত্ববৃন্দগণ উপস্থিত ছিলেন। পরে প্রত্যেক প্রশিক্ষনার্থীর ব্যবহারিক পরীক্ষা নগরীর কাঁচিঝুলি উমেদ আলী মাঠে অনুষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে প্রশিক্ষনটি সমাপ্ত ঘোষনা করা হয়।
কা/আ