রংপুরের কাউনিয়ায় অরক্ষিত ১২ রেলওয়ে ক্রসিং
প্রকাশ : 2025-03-07 16:51:18১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক

ব্রিটিস আমলের রংপুরের কাউনিয়া রেলওয়ে জংশন স্টেশনটি উত্তর জসনপদের একটি বড় রেল যোগাযোগের মাধ্যম। উত্তরের ২ জেলা কুড়িগ্রাম ও লালমনিরহাট সহ রংপুর বিভাগের ৮ জেলার মানুষ এই রেল পথে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করে। রেল ভ্রমন নিরাপদ তাই প্রতিদিন কাউনিয়া রেলওয়ে জংশন ষ্টেশন দিয়ে ৬ টি আন্তঃনগর ট্রেনসহ ২৫টি ট্রেন যাতায়াত করে। নিরাপদ ভ্রমনের এ ট্রেন যাতায়াতের রাস্তায় ১২টি রেল ক্রসিং এখন মরন ফাঁদ। ওই ১২টি রেল ক্রসিং রাস্তা দিয়ে দিন রাত মানুষ ও গবাদী পশু চলাচল করলেও রেল ক্রসিং গুলোতে নেই রেলওয়ে কর্তৃপক্ষের কোনো পাহারাদার বা গেটম্যান, তাই হরহামেসাই ঘটছে দুর্ঘটনা আর প্রানহানী। সমপ্রতি রাতে গেটম্যান না থাকায় তকিপল বাজার রেল গেট পার হবার সময় উপজেলার বেটু বাড়ী গ্রামের অটো টালক মাহবুব রহমানের অটো দুমরে-মুছরে যায়, দুর্ঘটনায় মাহবুবের দুটো পা বিচ্ছিন্ন হলে পরে সে রংপুর মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এধরনের ঘটনা প্রাই ঘটছে। এলাকাবাসী ষ্টেশন মাষ্টার মোবারক হোসেন কে বিষয়টি অবহিত কররেও কোন ফল পাচ্ছে না। মোবারক হোসেন জানান জনবল সংকটের কারনে ওই গেট গুলোতে সার্বক্ষণিক গেটম্যান দেয়া সম্ভব নয়। তবে উর্দ্ধতন কর্তৃপক্ষেকে বিষয়টি জানিয়েছি। তিনি আরও জানান, অপরিকল্পিত ভাবে রাস্তার সংযোগ তৈরী করায় ক্রসিং বেশী হচ্ছে। একই ভাবে রেল দুর্ঘটনা ঘটছে উপজেলার কাউনিয়া কুলিপাড়া রেলক্রসিং, খোপাতী তপসী ডাঙ্গা, পাঞ্জর ভাঙ্গা, শহীদবাগ মৌলটারী, বুদ্ধির বাজার বাধের রাস্তা, রাজেন্দ্রবাজর বাধের পাড়, মহেশা রেল ঘুন্টি, বালাপাড়া রেল ক্রসিং, বল্লভ বিষু চেয়ারম্যান বাড়ী রেল ক্রসিং গুলোতে। এ সব রেল ক্রসিংএখন মানুষ ও গবাদী পশুর মরন ফাঁদে পরিনত হয়েছে। অথচ এ ব্যাপারে কর্তৃপক্ষ সম্পূর্ণ নিরব। এ বিষয়ে কাউনিয়া উপজেলা পরিষদের মাসিক সভা ও আইনশৃংখলা সভায় অনেক আলোচনা ও সিদ্ধান্ত হলেও কাজের কাজ কিছুই হয়নি। সভার সিদ্ধান্তের কার্যকরী ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট বিভাগের উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে কিন্ত এখনও কোনো ভাল ফল পাওয়া যায়নি। বিষয়টির কী শুরাহা হলো তা নিয়ে কাউনিয়া রেল ষ্টেশন মাস্টার জানান উর্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। এলাকাবাসী বলছেন এক অফিস থেকে আর এক অফিসে জানাজানি চলবে আর কত দিন ? জনমনে প্রশ্ন তবে কী এভাবেই চলবে একের পর এক দুর্ঘটনা আর প্রানহানী।