লৌহজংয়ে পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনটি খননযন্ত্র মালিককে জরিমানা 

প্রকাশ : 2024-12-28 17:08:03১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

লৌহজংয়ে পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনটি খননযন্ত্র মালিককে জরিমানা 

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা নদীর যশলদিয়া পয়েন্ট থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় তিনটি খনন যন্ত্র জব্দ করা হয়েছে। শনিবার সকালে বাংলাদেশ কোস্টগার্ড পদ্মা-মাওয়া স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার (সিসি) আবদুল আউয়াল শিকদারের নেতৃত্বে এমবি শামান্তা লোড ড্রেজার, সিফাত লোড ও এমবি ইউসুফ সায়ান লোড ড্রেজার নামের তিনটি খননযন্ত্র জব্দ করা হয়। পরে দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে খননযন্ত্রের তিনটির মালিকের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ কায়েসুর রহমান।