শিবগঞ্জ উপজেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি রানা, সম্পাদক আরিফ

প্রকাশ : 2025-05-04 17:19:30১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

শিবগঞ্জ উপজেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি রানা, সম্পাদক আরিফ

বগুড়ার শিবগঞ্জ উপজেলার সকল  সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের নিয়ে শিবগঞ্জ উপজেলা সম্মিলিত  সেচ্ছাসেবী সংস্থার নামে নতুন একটি সংগঠনের যাত্রা শুরু হয়েছে। শনিবার (৩ মে) বিকেলে  আমাদের প্রয়াস নিরন্তর (আপন) কার্যালয়ে সাংবাদিক রশিদুর রহমান রানার সভাপতিত্বে সংগঠন গঠনকল্পে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে উপস্থিত সবার সম্মতিক্রমে  সাংবাদিক রশিদুর রহমান রানাকে সভাপতি (আমাদের প্রয়াস নিরন্তর, আপন),  এম এ ইসলাম আরিফকে  সাধারণ সম্পাদক ( আদর্শ মানব সেবা সংগঠন)  এবং আবদুল হালিমকে (প্রবীণ কল্যান ফাউন্ডেশন) সাংগঠনিক সম্পাদক  নির্বাচিত করা হয়। 

সংগঠনের অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি  আব্দুর রহিম, (আলোর বার্তা সমাজ কল্যান পরিষদ) সহ-সভাপতি খালিদ হাসান, (সুরক্ষা ফাউন্ডেশন) শরিফুল ইসলাম, (আলোর দূত ফাউন্ডেশন) কাজল  আহমেদ,( আটমুল মানবিক উন্নয়ন সংস্থা)  আব্দুল  আলিম, (সিটিজেন ডিপলোপমেন্ট  ফাউন্ডেশন) সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, (পিরব গ্লোবাল ফাউন্ডেশন) যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, (আমাদের প্রয়াস নিরন্তর) ইসমাইল হোসেন ( মোমেনা অনলাইন রক্তদান সংগঠন) আতিক হাসান, (বগুড়া ব্লাড ডোনারস ক্লাব)  আতিকুর রহমান (আটমুল কুড়াহার আদর্শ সেবা সংগঠন) সহ সাংগঠনিক সম্পাদক শামস উদ্দিন টগর, (আলোর দূত ফাউন্ডেশন) প্রচার সম্পাদক জহুরুল ইসলাম সৈকত  (আলোর বার্তা সমাজ কল্যান পরিষদ) সহ প্রচার সম্পাদক  ইউসুফ আলী, (বগুড়া ব্লাড ডোনারস ক্লাব) ক্রীড়া সম্পাদক শাহিনুর রহমান, (সোবহানপুর জনকল্যাণ যুব সংঘ) অর্থ সম্পাদক  আশরাফুল ইসলাম, (আদর্শ মানব সেবা সংগঠন) সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কোহিনুর ইসলাম, (শতদল প্রতিবন্ধী সংস্থা)  কার্যনির্বাহী সদস্য  বাবলু মিয়া, (অনির্বাণ প্রতিবন্ধী সংস্থা)  আবুল কাওসার ( সোবহানপুর যুব কল্যান সংঘ),  আমিনুর ইসলাম ( প্রবীণ কল্যাণ ফাউন্ডেশন),  আপেল মাহমুদ  সমাজ কল্যাণ ফাউন্ডেশন ।