শ্রীনগরে মাদক সেবনে বাধা দেয়ায় সুইচগিয়ারের আঘাতে যুবক গুরুত্বর আহত
প্রকাশ : 2025-05-15 15:56:31১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক

মুন্সিগঞ্জের শ্রীনগরে মাদক সেবনে বাঁধা দেয়ায় সুইচগিয়ার দিয়ে হোসেন(২৫) নামে এক যুবকের পিঠে ঘাই মেরে গুরুতর আহত করা হয়েছে।
বুধবার দুপুর সোয়া ২টার দিকে উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের উত্তর বালাশুর নতুন বাজার টেটামারা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা যুবকের পিঠে আটকে যাওয়া সুইচ গিয়ারসহ শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক যুবকের পিঠের সুইচগিয়ার খুলতে না পেরে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
স্থানীয়রা জানান, উত্তর বালাশুর নতুনবার টেটামার এলাকায় স্থানীয় লোকজন ফুটবল টুনামেন্ট দেখতে যায়। এসময় পাশে মমতাজ গাজীর মেয়ের নির্মানাধীন বিল্ডিংয়ে নতুনবাজার এলাকার আলমগীর শিকদারের ছেলে মারুফকে মাদক সেবন করতে দেখে স্থানীয়রা তাকে আটক করে। এঘটনায় স্থানীয়রা মারুফের চাচা নাজির শিকদারকে ফোন দিয়ে মাদকসেবী মারুফকে নিয়ে যেতে বলে। পরে নাজির শিকদার নিজে ঘটনাস্থলে না এসে মাদকসেবী মারুফকে ছাড়িয়ে নিতে নাজির শিকদারের ছেলে ইমরানের নেতৃত্বে ঐ এলাকার শামসুলের ছেলে দেওয়ান, নজু মোড়লের ছেলে সাকিব,নান্টু মোল্লার ছেলে সিয়াম,জয়নালের ছেলে হাসান,দুলাল মীরের ছেলে রিয়াজুল,বালাশুর বৌবাজার এলাকার বাবুলের ছেলে সোর্স পিয়াসসহ অজ্ঞাতনামা ২০/২৫ একটি সঙ্গবদ্ধ দল ঘটনাস্থলে পাঠায়। তারা ঘটনাস্থলে এসে রিয়াজুলের হাতে থাকা সুইচগিয়ার দিয়ে হোসেন নামে এক যুবককে পিঠে ঘাই মেরে গুরুত্বর আহত করে মারুফকে নিয়ে চলে যায়।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ শাকিল আহম্মেদ বলেন, এঘটনায় এখনও কোন লিখিত অভিযোগ পাইনি। বিষযটি জানার পর সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।