সাভারে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: মেয়ের হাতে বাবার মৃত্যু

প্রকাশ : 2025-05-08 11:37:13১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

সাভারে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: মেয়ের হাতে বাবার মৃত্যু

সাভারে বাবাকে ছুরিকাঘাতে হত্যার পর মেয়ে ৯৯৯ নম্বরে কল দিয়ে দায় স্বীকার করেছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ঘাতক মেয়েকে আটক করেছে।

বৃহস্পতিবার (৮ মে) সকালে সাভার পৌর এলাকার মজিদপুর কাঠালবাগান মহল্লায় ‘নূর মোহাম্মদ ভিলা’ নামের একটি ভবনের পঞ্চম তলার ফ্ল্যাট থেকে এই হত্যাকাণ্ডের ঘটনা সামনে আসে। নিহত ব্যক্তি হলেন নাটোরের সিংড়া থানার ভগা গ্রামের আব্দুর রশিদের ছেলে আব্দুর সাত্তার (৫৬)। ঘাতক হিসেবে আটক হন তার মেয়ে জান্নাত জাহান শিফা (২৩)।

পুলিশ জানায়, পাঁচ মাস আগে জান্নাত সাভারের মজিদপুর এলাকায় একটি বাসা ভাড়া নেন। কিছুদিন পর তার বাবা আব্দুর সাত্তারও সেখানে থাকতে শুরু করেন। তবে জানা গেছে, ২০২২ সালে জান্নাত তার বাবার বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছিলেন, যার পরিপ্রেক্ষিতে আব্দুর সাত্তার দীর্ঘ সময় জেলেও ছিলেন। জেল থেকে মুক্তি পাওয়ার পর তিনি মেয়ের সঙ্গে আবার বসবাস শুরু করেন।

পূর্বের মানসিক ক্ষোভ থেকেই বৃহস্পতিবার ভোরে জান্নাত ঘুমন্ত অবস্থায় ছুরি দিয়ে তার বাবাকে আঘাত করে হত্যা করেন বলে পুলিশের প্রাথমিক ধারণা।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা জানান, হত্যাকাণ্ডের পর জান্নাত ৯৯৯ নম্বরে ফোন করে নিজেই ঘটনা জানায়। পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং জান্নাতকে আটক করে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

 

সা/ই