সোমবার নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করবে পাকিস্তান: স্পিকার

প্রকাশ : 2022-04-10 11:03:20১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

সোমবার নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করবে পাকিস্তান: স্পিকার

বিরোধীদের ছোড়া ইয়র্কারে সোজা ইমরান খানের স্টাম্প উড়ে গেছে। বোল্ড হওয়া ইমরান এখন নিঃসঙ্গ শেরপার মতো বাঁচার উপায় খুঁজছেন। কারণ সংসদে সংখ্যাগরিষ্ঠ হারিয়েছে তার দল, সাথে বিরোধীরা হয়েছে আরও শক্তিশালী।

ইমরান খানকে গদিচ্যুত করার এখন নতুন প্রশ্ন কার হাতে যাচ্ছে পাকিস্তানের মসনদ। খান যুগের পর কী তবে এবার ফের শরীফ যুগের শুরু? সেই প্রশ্নের উত্তর মেলাতে সোমবার আবারও অধিবেশন ডেকেছেন পাকিস্তানের ভারপ্রাপ্ত স্পিকার। পার্লামেন্টের নিম্নকক্ষের সোমবারের অধিবেশনে নতুন প্রধানমন্ত্রী বাছাই করা হবে বলে জানিয়েছেন স্পিকার।

স্পিকার আইয়াজ জানিয়েছেন, সোমবার সকাল ১১টার মধ্যেই প্রধানমন্ত্রী পদে প্রার্থীর নাম মনোনয়ন করতে হবে। ১৩ ঘণ্টার ম্যারাথন পার্লামেন্ট অধিবেশনে নাটকীয়তার নানা পর্যায় পার করে অবশেষে অনাস্থা ভোটে নিজের গদি হারিয়েছেন ইমরান খান।