হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
প্রকাশ : 2025-04-08 15:08:15১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় বিদ্যালয় মিলনায়তনে এ বিদায় অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নেছার উদ্দিন।
সিনিয়র শিক্ষক গোপাল চন্দ্র পালের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাকছুদুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র পোদ্দার, কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাসান-উদ-দৌলা, সমাজসেবা কর্মকর্তা উজ্জ্বল মুন্সী, জনস্বাস্থ্য প্রকৌশলী কামরুল ইসলাম, সহকারী নির্বাচন কর্মকর্তা মো. জুয়েল, হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির সাধারণ সম্পাদক খান নজরুল ইসলাম হান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক আল ইউসুফ আজাদ চঞ্চল মোল্লা, এসএসসি পরীক্ষার্থী সিনথিয়া ইসলাম প্রজ্ঞা ও দশম শ্রেণির শিক্ষার্থী এলিন জাহান।
কা/আ