প্রতিষ্ঠার ৩০ বছর পর তিসতা ডিগ্রী কলেজে নির্মিত হচ্ছে শহীদ মিনার

  সারওয়ার আলম মুকুল

প্রকাশ: ৬ মে ২০২৪, ১৬:১৯ |  আপডেট  : ২৯ অক্টোবর ২০২৪, ২৩:০৮

লালমনিরহাট জেলা সদরে প্রতিষ্ঠার ৩০ বছর পর তিসতা ডিগ্রী কলেজে নির্মিত হচ্ছে নান্দনিক শহীদ মিনার। প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও ছাত্র-ছাত্রীর দাবীর প্রেক্ষিতে শিক্ষা প্রকৌশল বিভাগ লালমনিরহাট এর বাস্তবায়নে ৮লাখ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে শহীদ মিনারটি। কলেজ মাঠে পাশে শহীদ মিনার নির্মান কাজ শুরু করায় উচ্ছসিত কলেজের শিক্ষক, ছাত্র-ছাত্রীরা।

সরেজমিনে তিসতা ডিগ্রী কলেজে গিয়ে দেখা গেছে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স হিমু ট্রেডাস শহীদ মিনার নির্মানের কাজটি করছে। কাজ প্রায় ৭০ ভাগ শেষ করেছে ঠিকাদারী প্রতিষ্ঠান। কলেজের অধ্যক্ষ আলহাজ্ব আব্দুস সালাম আজাদ জানান, এর আগে বহুবার শহীদ মিনা নির্মানের উদ্যোগ নিয়ে করতে পারি নি, এবার তা হচ্ছে। ছাত্রী জুথি জানান, বিভিন্ন জাতীয় দিবস গুলোতে ফুল দিতে তিসতা স্টেশনে মুক্তিযোদ্ধা অফিসের সামনে শহীদ মিনারে যেতে হতো, এখন কলেজে শহীদ মিনার নির্মান হওয়ায় আমাদের আর যেতে হবে না, বরং অন্যরা আমাদের কলেজে আসবে। 

কলেজের শিক্ষক প্রতিনিধি জাহাঙ্গীর আলম সুমু জানান, দীর্ঘদিন পর কলেজে শহীদ মিনার নির্মান হওয়ায় শহীদের শ্রদ্ধা জানাতে অন্য কোথাও যেতে হবে না। কলেজের উপাধ্যক্ষ গোলাম মোস্তফা জানান, কলেজে শহীদ মিনার নির্মানের জন্য সরকার বরাদ্দ দেয়ায় সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাই। ঠিকাদার মোঃ মোস্তাকুর রহমান জানান, নির্দিষ্ট সময়ের আগেই শহীদ মিনারের কাজ শেষ হবে আশা করছি। 

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত