প্রেমিকার আপত্তিকর ছবি ইন্টারনেটে ছড়ানোর অভিযোগে যুবক গ্রেফতার

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২১, ১৯:১৮ | আপডেট : ১২ মে ২০২৫, ০২:০৬
.jpg)
বাগেরহাটের ফকিরহাটে প্রেমিকার আপত্তিকর ছবি ইন্টারনেটে (সামাজিক যোগাযোগ মাধ্যম) ছড়ানোর অভিযোগে অনিক বসু (২০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৭ এপ্রিল) বেলা ১১টায় ফকিরহাট উপজেলার রাজপাট এলাকায় অভিযান চালিয়ে ফকিরহাট থানা পুলিশ অনিক বসুকে আটক করে। এর আগে সকালে নিজের আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ এনে ফকিরহাট থানায় মামলা দায়ের করেন ওই মেয়ে। প্রতারনার শিকার মেয়েটি একটি খুলনা পলিটেকনিকে ডিপ্লোমা পর্যায়ের শিক্ষার্থী। আটক অনিক বসু ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়নের সোনাখালী গ্রামের অমল বসুর ছেলে।
অভিযোগ সূত্রে জানাযায়, গ্রেফতার অনিক বসুর সাথে ওই মেয়েটির প্রেমের সম্পর্ক ছিল।সেই সুযোগে মেয়েটি অনিক বসুকে তার ফেসবুকের পাসওয়ার্ড দেই। একসময় সম্পর্কের অবনতি ঘটলে অনিক তার প্রেমিকার ফেসবুক আইডি থেকেই বিভিন্ন রকম অশ্লীল পোস্ট করে।পরবর্তীতে মেয়েটি থানায় অভিযোগ করেন।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাইদ মোহাম্মাদ খায়রুল আনাম বলেণ, মেয়েটির অভিযোগের ভিত্তিতে আমরা অনিককে গ্রেফতার করেছি। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য অনিককে আদালতে সোপর্দ করা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত