বগুড়ায় আইন অমান্য করায় দই ব্যবসায়ীকে জরিমানা
নাজমুল হুদা
প্রকাশ: ৯ জুলাই ২০২৫, ১০:১৭ | আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫, ১০:৫৫
বগুড়ার নন্দীগ্রামে আইন অমান্য করায় দই ঘরের মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৮ জুলাই) দুপুর ১২টার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের ধুন্দার বাজারের নাসির মুনির দই ঘরে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকা এবং দোকানের ট্রেড লাইসেন্স প্রদর্শন না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে নাসির মুনির দই ঘরের মালিক ধুন্দার গ্রামের মৃত দুলাল হোসেনের ছেলে নাসির উদ্দিন (২৮) ৩ হাজার টাকা জরিমানা করেন।
এই ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর ছিলেন খাদ্য পরিদর্শক আবু মুসা। সহযোগিতায় ছিলেন নন্দীগ্রাম থানা পুলিশ। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার এ তথ্য নিশ্চিত করে বলেন, প্রত্যেকটি ব্যবসায়ী বা দোকান মালিককে আইন মেনে ব্যবসা করতে হবে। অন্যথায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত