বরিশাল নগর আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও কাউন্সিলর মান্না ঢাকায় গ্রেফতার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ আগস্ট ২০২১, ১৭:২০ |  আপডেট  : ২০ মে ২০২৫, ১৯:৪২

বরিশাল মহানগর আওয়ামী লীগের সাংগঠ‌নিক সম্পাদক ও ২১ নম্বর  ওয়ার্ড কাউন্সিলর শেখ সাইদ আহমেদ মান্নাকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার (২১ আগস্ট) র‌্যাব সদর দফতর থেকে একটি সূত্রের মাধ্যমে এ তথ্য জানা গেছে।

সূত্রটি জানায়, গত বুধবার (১৮ আগস্ট) বরিশালে ‘ইউএনওর সরকারি বাসভবনে ও পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার দুই নম্বর আসামি কাউন্সিলর সাইদ আহমেদ মান্নাকে গ্রেফতার করা হয়েছে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘ইউএনওর সরকারি বাসভবন ও পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার দুই নম্বর আসামি শেখ সাইয়েদ আহমেদ মান্না।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত